- সারাদেশ
- মারধরের পর গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ
মারধরের পর গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ

প্রতীকী ছবি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মাহফুজা পারভীন (২০) নামে এক গৃহবধূকে মারধরের পর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলার রমজান নগর ইউনিয়নের টেংরাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, যৌতুকের টাকা আনতে সম্মত না হওয়ায় স্বামী শরিফুল ইসলাম ও শাশুড়ি নকিয়া খাতুন এই হত্যাচেষ্টা চালান।
জানা যায়, চার বছর আগে উপজেলার পাতড়াখোলা গ্রামের নুর হোসেনের মেয়ে মাহফুজার সঙ্গে টেংরাখালীর শরিফুল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে দেড় বছরের একটি মেয়ে রয়েছে।
আহত গৃহবধূ মাহফুজা পারভীনের বাবা নুর হোসেন জানান, বুধবার রাতে তার মেয়েকে শরিফুল ও তার মা নকিয়া খাতুন মারধর করে। এক পর্যায়ে মৃত ভেবে প্রথমে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে মুখে বিষ ঢেলে মাহফুজা বিষপানে আত্মহত্যা করেছেন বলে তাদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে তিনি মেয়ে জীবিত আছেন নিশ্চিত হয়ে পাশের এক পল্লী চিকিৎসকের সাহায্য নিয়ে বিষ ওয়াশ করেন। পরে বৃহস্পতিবার সকালে মাহফুজাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিয়ের সময় স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা ও মোটরসাইকেল দেওয়া হলেও এক লাখ টাকা দাবি করে তার মেয়েকে নির্যাতন চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
বিষয়টি অস্বীকার করে গৃহবধূর স্বামী শরিফুল ইসলাম সমকালকে বলেন, পারিবারিক বিষয় নিয়ে ছোটখাটো ঝগড়া হয়েছে। কিন্তু মারধর করা হয়নি।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. ফাতিমা ইদ্রিস ইভা সমকালকে বলেন, আহত গৃহবধূর গলা ও শরীরের উপরিভাগে নির্যাতনের চিহ্ন রয়েছে। বিষক্রিয়া কেটে গেলেও শারীরিক নির্যাতনের শিকার ওই নারীর অন্যান্য চিকিৎসা চলছে।
বিষয়টির সত্যতা স্বীকার করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল সমকালকে বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন