আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে চারদফা নির্দেশনা দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বৃহস্পতিবার যশোর জেলা স্টেডিয়াম প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি এ নির্দেশনা দেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘বিএনপির-জামায়াত জোট দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। এজন্য যুবলীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমার চার দফা নির্দেশনা রয়েছে। প্রথমত, কল্যাণকর ও মানবিক কর্মসূচির মাধ্যমে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। দ্বিতীয়ত, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা চলবে না। তৃতীয়ত, শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর চতুর্থত, জামায়াত-বিএনপির তাণ্ডব রুখে দিয়ে রাজপথে থাকতে হবে।’

যশোর জেলা আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জনসভায় বক্তব্য দেন।