- সারাদেশ
- যুবলীগের নেতাকর্মীদের চারদফা নির্দেশনা পরশের
যুবলীগের নেতাকর্মীদের চারদফা নির্দেশনা পরশের

ছবি: ফাইল
আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে চারদফা নির্দেশনা দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বৃহস্পতিবার যশোর জেলা স্টেডিয়াম প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি এ নির্দেশনা দেন।
যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘বিএনপির-জামায়াত জোট দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। এজন্য যুবলীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমার চার দফা নির্দেশনা রয়েছে। প্রথমত, কল্যাণকর ও মানবিক কর্মসূচির মাধ্যমে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। দ্বিতীয়ত, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা চলবে না। তৃতীয়ত, শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর চতুর্থত, জামায়াত-বিএনপির তাণ্ডব রুখে দিয়ে রাজপথে থাকতে হবে।’
যশোর জেলা আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জনসভায় বক্তব্য দেন।
মন্তব্য করুন