ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়ার মৃত্যুর ঘটনায় জেলার পুলিশ সুপার (এসপি) ও ওসিসহ আট পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আদালত পরিদর্শক কাজী দিদারুল আলম এ খবর নিশ্চিত করেছেন।

গত বুধবার সকালে নিহত নয়নের বাবা রহমত উল্লাহ আট পুলিশ সদস্য এবং অজ্ঞাত আরও আট-দশ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিষ্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। মামলার আবেদনে আসামীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার এসপি মোহাম্মদ আনিসুর রহমান ও বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলমের নামও ছিল। সন্ধ্যায় বিচারক সামিউল আলম মামলার আবেদন খারিজ করে দেন। আদালত পরিদর্শক দিদারুল জানান, বিচারক এ মামলার আবেদন খারিজ করে দিয়েছেন। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় ইতোমধ্যে একটি মামলা রয়েছে। আইনের কিছু বিষয় এখানে সাংঘর্ষিক আছে। বিস্তারিত আদেশে উল্লেখ করা হয়েছে।
এসপির বদলি: বৃহস্পতিবার এসপি মোহাম্মদ আনিসুর রহমানের বদলির আদেশ আসে। তাকে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার শাখাওয়াত হোসেকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।