- সারাদেশ
- ভোটাধিকার কেড়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে আ'লীগ
বাসদের জনসভায় বক্তারা
ভোটাধিকার কেড়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে আ'লীগ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থা আর চলতে পারে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এ জন্য বাসদ ও বাম গণতান্ত্রিক জোটের নেতৃত্বে দেশের সব প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
বৃহস্পতিবার বাসদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনের জনসভায় তিনি এসব কথা বলেন।
বজলুর রশিদ আরও বলেন, দেশের কৃষক উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। শ্রমিকরা যৌক্তিক মজুরি থেকে বঞ্চিত। কৃষক ও শ্রমিকদের বঞ্চিত রেখে দেশের উন্নয়ন করে লাভ নেই।
বাসদের বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলা শাখার সদস্য দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, রিকশা-ভ্যান ইজিবাইজ চালক সংগ্রাম পরিষদের সংগঠক শহিদুল ইসলাম, সোনাগাঁও টেপটাইল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য রফিকুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন সিকদার প্রমুখ।
জনসভায় ডা. মনীষা চক্রবর্তী বলেন, মুক্তিযুদ্ধের ৫০ বছর পরে দেশের দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়েছে। অন্যদিকে লুটপাটকারীরা ফুলেফেঁপে বড় হচ্ছে। বর্তমান স্বৈরাচারী সরকার লুটপাটকারীদের পাহারাদার হিসেবে কাজ করছে।
মন্তব্য করুন