পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিগত অর্থবছরের জন্য আইপিও পরবর্তী সর্বোচ্চ ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও কোম্পানির ২০২২ সালের ৩১ জুন তারিখের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালক নিয়োগ এবং পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগসহ নানা বিষয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান। সভায় স্বাগত বক্তব্যে দেন চেয়ারম্যান খলিলুর রহমান। এ সময় তিনি শেয়ারহোল্ডারদের সর্বাত্মক সহযোগিতায় কেডিএস এক্সেসরিজ লিমিটেড আগামীতে আরও ভালো ফলাফল অর্জনে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।

সভায় কোম্পানির পরিচালক তাহসিনা রহমান, স্বাধীন পরিচালক অধ্যাপক সরওয়ার জাহান, প্রতিনিধি পরিচালক কামরুল হাসান সিদ্দিকী, নিরীক্ষক প্রতিনিধি ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাশ পাল, প্রধান হিসাব কর্মকর্তা বিপ্লব কান্তি বণিক এবং সচিব মনজুরে খোদা উপস্থিত ছিলেন। পরে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন।