চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন আগামী শনিবার দুপুর ১২টায় নগরীর টাইগারপাস নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সমাবর্তনের মাধ্যমে ইউনিভার্সিটির স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে পাস করা মোট পাঁচ হাজার ৬৪৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। এ ছাড়াও ১৪  শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল ও ১৩ জন শিক্ষার্থীকে ফাউন্ডার গোল্ড মেডেল প্রদান করা হবে।

বৃহস্পতিবার পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. নূরুল আনোয়ার।

তিনি জানান, 'Turning Dreams into Reality' এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হবে এবারের সমাবর্তন। এতে বিশেষ অতিথি থাকবেন পানিসম্পদ উপমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ কে এম এনামুল হক শামীম। সমাবর্তন বক্তা থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস। অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আনোয়ার বলেন, 'আন্তর্জাতিক অঙ্গনেও সমন্বিত কাজের স্বাক্ষর রাখছে এই ইউনিভার্সিটি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রোমানিয়ার মানুবিয়াস ইউনিভার্সিটি অব গালাচি, কানাডার নোবেল ইউনিভার্সিটি, চীনের নানসাং ইউনিভার্সিটিসহ বিদেশি বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। এছাড়াও অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি অব বিজনেস লিডারশিপের আজীবন সদস্যের সম্মানও অর্জন করেছে পোর্ট সিটি ইউনিভার্সিটি। শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ প্রদানে ইউনিভার্সিটির উদ্যোগে পাঠানো হয়েছে বিভিন্ন দেশে।'

তিনি বলেন, 'উচ্চশিক্ষায় উৎকর্ষতা অর্জনে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গবেষণাখাতে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এরই মধ্যে আয়োজন করা হয়েছে দুটি আন্তর্জাতিক গবেষণা কনফারেন্স। বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন জরিপে অনলাইন পাঠদানে সারাদেশের ইউনিভার্সিটিগুলোর মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে এই ইউনিভার্সিটি।'

প্রসঙ্গত, ২০১২ সালের ১৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন লাভ করে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।