- সারাদেশ
- এক শতাংশ লোক লুটপাট করছে, তারা আওয়ামী লীগের
শ্রমিক দলের সভায় আমীর খসরু
এক শতাংশ লোক লুটপাট করছে, তারা আওয়ামী লীগের
24-samakal-637f9de1ecb88.jpg)
শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী - সমকাল
শ্রমজীবী মানুষকে নিয়ে সরকারের বিন্দুমাত্র আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শ্রমিকদের দু'বেলা খাওয়ার সুযোগ নেই, বাসস্থান নেই। অথচ শ্রমিকদের পরিশ্রমের ফলেই দেশ টিকে আছে। মাত্র এক শতাংশ লোক লুটপাট করছে। তারা সবাই আওয়ামী লীগের। এই সম্পদ দেশে থাকলে মানুষ কিছুটা হলেও সুবিধা পেত।
বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর হালিশহর নয়াবাজার তাসপিয়া কনভেনশন হলে শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।
ঢাকার মহাসমাবেশ নয়াপল্টনেই হবে জানিয়ে আমীর খসরু বলেন, 'এখানে বাধা দেওয়ার সুযোগ নেই। প্রশাসনকে বলব- জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না।' তিনি আরও বলেন, বর্তমানে এক শতাংশ লোক দেশকে নিয়ন্ত্রণ করছে। রাজনীতিতে রাজনীতিবিদদের কোনো ভূমিকা নেই। ভূমিকা আছে শুধু লুটেরাদের। কিছু উচ্ছিষ্টভোগী বুদ্ধিজীবী তাদের সঙ্গে যোগ দিয়েছে। তারা ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। শ্রমজীবী মানুষের অধিকার ফিরিয়ে আনতে হলে এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে হবে। ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। বিএনপি সরকার হবে শ্রমিকনির্ভর, সব পেশার মানুষের। ২০৩০ সালের মধ্যে কল্যাণরাষ্ট্র করার জন্য যা যা করা দরকার সব পরিকল্পনা নেওয়া হয়েছে।
সভায় প্রধান বক্তা বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সভ্যতা বিনির্মাণের কারিগর শ্রমিক শ্রেণির মানুষ। বর্তমান সরকারের দুঃশাসনে অবহেলিত শ্রমিক সমাজ। সরকারের বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলনে শরিক হতে হবে।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মনজুরের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ইদ্রিস মিয়া প্রমুখ।
মন্তব্য করুন