- সারাদেশ
- বইমেলার কারণে কুমিল্লায় বিএনপির গণসমাবেশের মঞ্চ তৈরির কাজ দেরিতে শুরু
বইমেলার কারণে কুমিল্লায় বিএনপির গণসমাবেশের মঞ্চ তৈরির কাজ দেরিতে শুরু

একদিন পর শনিবার কুমিল্লায় বিএনপির সাংগঠনিক বিভাগীয় সমাবেশ। ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। গত বুধবার সকাল থেকেই মঞ্চ তৈরির কাজ শুরু হলেও ওই দিন সন্ধ্যার পর থেকে মঞ্চ তৈরির আপাতত বন্ধ করে দেয়া হয়। সমাবেশের আয়োজক বিএনপি নেতারা বলেছেন টাউন হল মাঠের এক পাশে বই মেলা চলছিল, তাই জেলা প্রশাসনের নির্দেশে মঞ্চ তৈরির কাজ আপাতত বন্ধ রাখা হয়। জেলা প্রশাসনের আয়োজনে গত শনিবার থেকে শুরু হওয়া বই মেলা শেষ হয় বৃহস্পতিবার রাতে। এতে বিলম্বে আজ রাত ৯টার দিকে পুনরায় মঞ্চ তৈরির কাজ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।
দলীয় সূত্রে জানা যায়, মঞ্চ তৈরির জন্য ঢাকা থেকে আনা হয়েছে নিপা ডেকোরেটরের কর্মীদের। টাউন হল মাঠের উত্তর-পশ্চিম পাশে বাঁশ ও কাঠ দিয়ে তৈরী করা হবে ৭২ ফুট দীঘর্, ৩০ ফুট প্রস্থ ও ৬ ফুট উচ্চতার মঞ্চ। বই মেলা চলছে মাঠের পূর্ব পাশে। বিশাল এ মঞ্চ তৈরী করে কাল শুক্রবার বুঝিয়ে দেয়ার কথা। কিন্তু কাজ শুরুর পর জেলা প্রশাসনের একজন কর্মকর্তা এসে কাজ স্থগিত করতে বলায় গতকাল সন্ধ্যা থেকে কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে টাউন হল মাঠে গিয়ে দেখা যায় মঞ্চের পূর্ব পাশে ১০/১২ ফুট স্থানে বাঁশের খুটি বসানো হয়েছে, অলস বসে আছেন ডেকোরেটরের কর্মীরা। রাতে সেখানে গিয়ে দেখা যায়, তারা আবারও কাজ শুরু করেছেন।
এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব ইউসফ মোল্লা টিপু সমকালকে বলেন, জেলা প্রশাসন থেকে বই মেলার জন্য কাজ বন্ধ রাখতে বলায় মঞ্চ তৈরীর কাজ পিছিয়ে গেল। তবে এখন সামনে যে টুকু সময় আছে কষ্ট করে হলেও মঞ্চ তৈরী করা হবে।
বিকেল সাড়ে ৪টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলি রহমান তিন্নী সমকালকে বলেন, ‘যেহেতু একই মাঠে বই মেলা চলছে তাই বিএনপির সমাবেশ মঞ্চ তৈরির কাজ আপাতত বন্ধ রাখতে বলা হয়েছিল, তবে আজ রাতেই তো বই মেলা শেষ হচ্ছে, তখন থেকে আর মঞ্চ তৈরিতে কোন সমস্যা হবে না।’
দলীয় সূত্রে জানা যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধি, দলীয় নেতা-কর্মীদের হত্যা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশ হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করবেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব মো. জসিম উদ্দিন।
মন্তব্য করুন