বাংলাদেশের মানচিত্রের আদলে ইলেকট্রিক গিটার তৈরি করে চমক সৃষ্টি করেছেন খুলনার দুই বন্ধু। খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী শেখ লাবনান জামি ও অহিদ আল হক দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এবং নতুন কিছু করার ইচ্ছা থেকে তৈরি করেছেন এমন গিটার। তাঁদের লক্ষ্য এখন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো।
শেখ লাবনান জামি বলেন, বিশ্বের কোনো দেশের মানচিত্রের আদলে গিটার নেই। আমরাই প্রথম এই গিটার বানিয়েছি। আমাদের লক্ষ্য গিনেজ রেকর্ডসে নাম লেখানো। গিটারটি গিনেজ রেকর্ডসে স্থান পাবে বলে আশা করছি।

তিনি জানান, তাঁরা আগে থেকেই গিটার তৈরি করেন। এটি করতে গিয়ে দেশের মানচিত্রের আদলে গিটার তৈরির ধারণা আসে। সেই চিন্তা থেকে তিনি ও অহিদ গিটার বানানোর উদ্যোগ নেন। এর নকশা করেছেন খুলনা আর্ট একাডেমির মিলন বিশ্বাস। তিনি বাংলাদেশের মানচিত্রের আদলে গিটারের নকশা এঁকে দেওয়ার পর গত বছরের আগস্ট থেকে কাজ শুরু করেন তাঁরা।

শেখ লাবনান বলেন, এটি দেখে অনেকে অবাক হয়েছেন। ইলেকট্রিক গিটারটিতে ব্যবহার করা সরঞ্জাম চীন থেকে আনা হয়েছে। স্থানীয় কারিগর এটি তৈরি করেছেন। এতে প্রায় ৪০ হাজার টাকা ব্যয় হয়েছে। গিটারটির দাম পড়বে ৯০ হাজার টাকা। আমরা পরীক্ষামূলকভাবে এটা বানিয়েছি।

অহিদ আল হক বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানচিত্রের আদলে এ গিটার তৈরি করেছি। সরকারি সুযোগ-সুবিধা পেলে স্বল্পমূল্যে মানুষের হাতে এমন গিটার তৈরি করে দেওয়া সম্ভব হবে।

খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস জানান, খুলনা শহরের এ দুই যুবক সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে বেড়ে উঠেছে। 'পেইনকিলার' নামে একটি ব্যান্ড দল রয়েছে তাঁদের। বাংলাদেশের মানচিত্র দিয়ে গিটার তৈরির উদ্যোগটি প্রশংসনীয়। নবীনদের মধ্যে যদি এই গিটার সহজলভ্য করা যায়, তাহলে খুব ভালো হবে। তাঁদের নাম গিনেস রেকর্ডসে স্থান পেলে এটি বাংলাদেশের সুনাম বয়ে আনবে।