- সারাদেশ
- ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা। ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়ার মাইমলহাটি থেকে আবু বক্কর মাইনুল নামের চার বছরের এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার রাতে মরদেহটি উদ্ধার হয়। নিহত শিশু মাইনুল ওই পাড়ার হাসান মিয়ার ছেলে। আজ শনিবার নিহত শিশুর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় ৯ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
এ মামলায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে।
পরিবারিক সূত্র জানায়, আবু বক্কর রাত ৮টা থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও পাচ্ছিল না। পরে রাত সাড়ে ৯টার দিকে মাইমলহাটির এক বাড়ির টিউবওয়েলের কাছে বস্তাবন্দি অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাইনুলের চাচা মাহমুদ মিয়া বলেন, ‘রাত ৮টার দিকে আবু বক্কর আমাকে একটি ব্রাজিলের জার্সি কিনে দিতে বলে। আমি আমার ভাগ্নেকে ডেকে টাকা দিয়ে দুজনের জন্য দুটি জার্সি কিনে আনতে বলি। এর কিছুক্ষণ পর আমার বড় ভাই আমাকে জানালেন আবু বক্করকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকি। এলাকার একটি বাড়িতে এক নারী টয়লেটে যাওয়ার সময় টিউবওয়েলের কাছে বস্তা দেখে সন্দেহ হয়। তিনি বস্তা খুলে আবু বক্করের মরদেহ দেখতে পান।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনার রাতেই সাব্বির (২০) নামে এক যুবকে আটক করা হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা হাসান মিয়া বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যে আটক যুবক সাব্বিরকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। খুব শিগগিরই শিশু হত্যার রহস্য উদঘাটন হবে আশা করছি।’
মন্তব্য করুন