- সারাদেশ
- ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে মো. সুমন মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেললাইনের আলমনগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহত মো. সুমন মিয়া উপজেলার সদর ইউনিয়নের ফকিরবাড়ির মৃত মো. কাসেম মিয়ার ছেলে। ।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক মো.সালাহ উদ্দিন খান নোমান জানান, শনিবার সকালে রেলওয়ে মারফত খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেললাইনের আশুগঞ্জের আলমনগর এলাকা থেকে অজ্ঞাত হিসেবে কিশোর সুমনের লাশটি উদ্ধার উদ্ধার করে রেলওয়ে পুলিশ। খবর পেয়ে তার স্বজনরা এসে লাশটি সনাক্ত করে। তবে কোন ট্রেনে কাটা পড়েছে ছেলেটি নিহত হয়েছে তা জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
মন্তব্য করুন