- সারাদেশ
- দেশে আর ইভিএমে ভোট হতে দেওয়া হবে না: রুমিন ফারহানা
দেশে আর ইভিএমে ভোট হতে দেওয়া হবে না: রুমিন ফারহানা

ব্যারিস্টার রুমিন ফারহানা। ফাইল ছবি
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘নির্বাচনের নামে ২০১৪ ও ২০১৮ সালে শেখ হাসিনা সরকার তামাশা করেছে। কিন্তু নির্বাচনের নামে এমন তেলেসমাতি আর হতে দেওয়া হবে না। বাংলাদেশে আর ইভিএমে ভোট হতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’
কুমিল্লা টাউন হল মাঠে আজ শনিবার দুপুরে বিএনপির সাংগঠনিক বিভাগীয় গণসমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘সরকার উন্নয়ন উন্নয়ন করছে। কিন্তু দেশে রিজার্ভ নাই। সব লুট করা হয়েছে। সব হিসাব নেওয়া হবে।’ পুলিশের সমালোচনা করে তিনি বলেন, ‘নিজের দেশের মানুষের দিকে বন্দুক তাক করবেন না।’
কুমিল্লা জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্তব্য করুন