শ্রীবরদী উপজেলায় এক গৃহবধূ (২৫) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে রানিশিমূল ইউনিয়নের ভায়ডাঙ্গা আশন্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রীবরদী থানায় গতকাল শুক্রবার মামলা হয়েছে।

পুলিশ জানায়, রানিশিমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের বাড়ির প্রাঙ্গণে বৃহস্পতিবার একটি ধর্মসভা ছিল। স্বজনদের নিয়ে শেরপুর থেকে সেই সভায় আসেন ভুক্তভোগী গৃহবধূ। তিনি বরগুনা জেলার বাসিন্দা। সভা শেষ করে রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে যাওয়ার সময় আশন্দিপাড়ায় সাইদুর রহমান দোলার মৎস্য খামারের কাছে গৃহবধূকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় মিল্লাদ মিয়া, মো. ফারুক, বাবু মিয়া, নজরুল ইসলাম ও রিপন ওরফে চোক্কা। পাশের ফাঁকা মাঠে নিয়ে তাঁকে ধর্ষণ করে তারা। এ ঘটনায় স্বজনরা হতবিহ্বল হয়ে চিৎকার শুরু করেন। তবে রাত বেশি হওয়ায় কেউ এগিয়ে আসেননি। এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে লোকজন থানায় খবর দেন। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে।

শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, মামলা হয়েছে। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।