- সারাদেশ
- কর্মহীন করবেন না রাস্তায় নামব
কর্মহীন করবেন না রাস্তায় নামব
নারায়ণগঞ্জে হকার নেতাদের হুঁশিয়ারি
-cop-samakal-638113ad85197.jpg)
ফুটপাতে নির্দিষ্ট সময় বসতে দেওয়ার দাবিতে শুক্রবার নারায়ণগঞ্জে হকারদের বিক্ষোভ মিছিল - সমকাল
নারায়ণগঞ্জ শহরের ফুটপাত হকারমুক্ত করতে কয়েক দিন ধরে অভিযানে নেমেছে প্রশাসন। এর প্রতিবাদে রাজপথে নেমেছেন হকার সংগঠনের নেতারা। তাঁরা সরে যাওয়ার সময় দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায় পরিবারের সদস্যদের নিয়ে সড়কে অবস্থান নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে নির্দিষ্ট সময় ফুটপাতে বসতে দেওয়ার দাবি জানান তাঁরা।
শুক্রবার সন্ধ্যা ৬টায় শতাধিক হকার শহরের বঙ্গবন্ধু সড়কের গলাচিপা মোড় থেকে এমন দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সেখানে হকার্স লীগের সভাপতি রহিম মুন্সী বলেন, 'সবকিছুর দাম বেড়ে গেছে। জান বাঁচানোও কঠিন। এ অবস্থায় আমরা ফুটপাতে হকারগিরি করে খাই। কিন্তু পুলিশ প্রশাসন আমাদের নির্যাতন করছে, মালপত্র নিয়ে যাচ্ছে। আমরা বড় অসহায় অবস্থায় আছি। আমাদের কথা কেউ শোনেন না।'
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আপনারা বিবেচনা করে আমাদের জন্য একটা সময় নির্ধারণ করে দেন। বিকেল ৫টা থেকে বসব। দুটো ডাল-ভাত খাওয়ার জন্য রোদে পুড়ে রাস্তায় পড়ে থাকি।' এ সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দেন তিনি।
হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি আসাদুজ্জামান বলেন, 'মেয়রের কাছে দুই হাত জোড় করে বলছি, কর্মহীন করবেন না। করলে আমরা ছেলেমেয়ে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব।'
মন্তব্য করুন