- সারাদেশ
- বিএনপির বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
বিএনপির বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ছবি: সমকাল
রংপুর জেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুালিশের করা মামলা প্রত্যাহার করতে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেওয়া হয়েছে। শনিবার নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেয় জেলা বিএনপি।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আফসার আলী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করছিলাম। পুলিশ অতর্কিতভাবে লাঠিচার্জসহ রাইফেলের বাট দিয়ে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আমাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় আমাদের ১৭ জনসহ দলের দুই নেতা গুরুতর আহত হন। কর্মসূচিতে অংশ না নেওয়া নেতার নাম উল্লেখসহ ২০০ জন নেতাকর্মীদের নামে মামলা করেছে পুলিশ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ মিথ্যা-ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করা না হলে সপ্তাহব্যাপী উপজেলা-পৌরসভায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর পরেও মামলা প্রত্যাহার না হলে রংপুরকে অচল করে দেওয়ার মত কর্মসূচি গ্রহণ করা হবে।’
এ ব্যাপারে মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, ‘সরকারি কাজে বাধাসহ পুলিশের ওপর হামলার মামলায় এখন পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে গত ২২ নভেম্বর বিকেলে রংপুরে বিক্ষোভ মিছিলে গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি-নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। এ ঘটনায় ওই দিন রাতে মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে জেলা বিএনপি আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ দুই শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন।
মন্তব্য করুন