- সারাদেশ
- বাগেরহাটে হাজতির মৃত্যু
বাগেরহাটে হাজতির মৃত্যু

বাগেরহাট জেলা কারাগার- সমকাল
বাগেরহাট কারাগারে বন্দি এক হাজতি অসুস্থ অবস্থায় মারা গেছেন। শুক্রবার গভীর রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে মো. সেলিম ফরাজী (৭০) নামের ওই হাজতিকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
সেলিম ফরাজী বাগেরহাট শহরের হরিনখানা এলাকায় প্রয়াত কাশেম ফরাজীর ছেলে।
বাগেরহাট জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ঠান্ডা ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে রাত বারোটার কিছু আগে কারাগার থেকে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
গত ২১ নভেম্বর বাগেরহাট জেলা হাসপাতালে চুরির অভিযোগে নিহত সেলিম ফরাসিসহ দুই জনকে আটক হয়।
বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার এএসএম কামরুল হুদা বলেন, একটি চুরির মামলার আসামি মো. সেলিম ফরাজি গত ২১ নভেম্বর থেকে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন। গত রাতে হঠাৎ তার শ্বাসকষ্টসহ অসুস্থতা দেখা দিলে চিকিৎসার জন্য বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনী প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন