- সারাদেশ
- গাড়ি চালকদের আরও সচেতন হতে হবে: পরিবেশমন্ত্রী
গাড়ি চালকদের আরও সচেতন হতে হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, 'শব্দদূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে সবাইকে কাজ করতে হবে। এক্ষেত্রে গাড়ি চালকদের আরও সচেতন হতে হবে। অযথা হর্ণ বাজানো বন্ধ করতে হবে। শহরগুলোর যানজট কমিয়ে আনতে এবং আধুনিকায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে।'
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মৌলভীবাজার পৌরসভাকে আধুনিক শহর ও সড়ক ভাবনা নিয়ে সিলেট রেঞ্জের ডিআইজির পক্ষে একটি খসড়া প্রস্তাবনা বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।
মন্তব্য করুন