ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা এলাকায় একটি বালির মাঠ থেকে কাউছার খান নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের জাকেরের সুরা এলাকার একটি বালুর মাঠ থেকে পুলিশ তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। লাশের গলায় কোপের দাগ আছে বলে জানায় স্থানীয়রা। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত কাউছার খান ওই উপজেলার এমপি ডাঙ্গী গ্রামের জালাল খানের ছেলে। বালু ও কাঠের ব্যবসা ছিল তার।

নিহতের ছোট ভাই লিয়াকত খান জানান, গতকাল শুক্রবার রাত ৯টার পর থেকে তার মোবাইল নম্বর বন্ধ ছিল। রাতে ফিরে না আসায় বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে খোঁজ নেওয়ার চেষ্টা করি। শনিবার সকালে বালির মাঠে একজনের লাশের খবর পেয়ে ভাইয়ের লাশ দেখতে পায়।

জেলার পুলিশ সুপার মো. শাহজাহান সমকালকে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে এখনও জানা যায়নি। ঘটনা তদন্ত করে দোষীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।