- সারাদেশ
- জুড়ীতে পলো বাইচ অনুষ্ঠিত
জুড়ীতে পলো বাইচ অনুষ্ঠিত

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কন্টিনালা নদীতে ঐতিহ্যবাহী পলো বাইচ অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুরোনো দিনের ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্যে শনিবার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
জুড়ী ও আশপাশের উপজেলার বিভিন্ন স্থান থেকে কয়েকশ মানুষ এই উৎসবে অংশ নেয়। এ সময় কন্টিনালা সেতু থেকে শুরু করে রাবারড্যাম পর্যন্ত পলো দিয়ে মাছ ধরার মনোরম দৃশ্য উপভোগ করতে হাজির হন স্থানীয় বাসিন্দারা। নদীর দু'পাশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই উৎসব উপভোগ করেন তাঁরা।
মন্তব্য করুন