উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে সম্মাননা পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক রাখাল চন্দ্র দে ও প্রবীণ সংস্কৃতিজন মুকুল দাস। উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের উদ্যোগে গত শুক্রবার রাতে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাঁদের সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। অতিথি ছিলেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মো. রফিকুল ইসলাম ও বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ।
আলোচনা সভায় বক্তব্য দেন শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, সংস্কৃতিজন শুভঙ্কর চক্রবর্তী, আজমল হোসেন লাভু, খেয়ালী গ্রুপ থিয়েটার সভাপতি নজরুল ইসলাম চুন্নু ও উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন উদীচী জেলা সংসদের সভাপতি সাইফুর রহমান মিরন।
বক্তারা বলেন, উদীচী মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিচ্ছে। সত্য ও সুন্দরকে ধারণ করে উদীচী দেশের সাংস্কৃতিক ভিতকে আগলে রাখছে। নতুন প্রজন্মকে উদীচীর সঙ্গে সম্পৃক্ত করতে পারলে সমাজ আলোকিত হবে। শেষে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে গীতি নৃত্য নাটক 'সোনাই মাধব' পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।