- সারাদেশ
- পাহাড় কাটায় বাধা দেওয়ায় পিআইওকে মারধর
পাহাড় কাটায় বাধা দেওয়ায় পিআইওকে মারধর

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটায় বাধা দেওয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল মামুন মারধরের শিকার হয়েছেন। শনিবার উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কামারিয়ার বিল এলাকায় এ ঘটনা ঘটে।
আল মামুন জানান, সকালে তিনি রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কামারিয়ার বিলে সরকারি প্রকল্পের কাজ পরিদর্শনে যান। সেখানে নতুন মসজিদের সামনে তাঁর ওপর হামলা হয়েছে। তাঁর অভিযোগ, ড্রাম্প ট্রাকের মালিক ও অবৈধ পাহাড়খেকো সিন্ডিকেটের প্রধান টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক বেলালের নির্দেশে হেলাল, জামাল উদ্দিন, সব্বিরসহ ১৫-২০ জন তাঁর ওপর হামলা চালায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে ভর্তি করেন।
উখিয়া থানার ওসি শেখ মো. আলী জানান, পিআইও মামুনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। ড্রাম্প ট্রাক জব্দ ও জড়িতদের ধরতে অভিযান চলছে।
মন্তব্য করুন