- সারাদেশ
- বাবার নামে মামলা, লাশ দেখতে মাকে গ্রামবাসীর বাধা
বিষ খাইয়ে দুই সন্তান হত্যা
বাবার নামে মামলা, লাশ দেখতে মাকে গ্রামবাসীর বাধা

দিনাজপুরের বিরলে দাম্পত্য কলহে স্ত্রীর তালাকনামা পেয়ে দুই ছেলে- রিমন ইসলাম (৭) ও ইমরান ইসলামকে (৩) বিষ খাইয়ে হত্যার ঘটনায় বাবা শরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার বিরল থানায় এ মামলা করেন শিশু দুটির মা কুলসুম বানু। এদিকে সন্তানের লাশ দেখতে গেলে কুলসুমকে তাড়িয়ে দেন গ্রামবাসী। তাঁরা এ ঘটনায় মা ও বাবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে দুই শিশুর মা কুলসুম লাশ দেখতে এলে স্থানীয়রা তাঁকে তাড়িয়ে দেন। গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, 'স্বামী-স্ত্রীর ঝগড়ার কারণে দুটি নিষ্পাপ শিশুকে জীবন দিতে হলো। আমরা তাঁদের সর্বোচ্চ শাস্তি চাই।'
নিহতদের বড় চাচা রাশেদুল ইসলাম আশিক বলেন, 'তালাকনামা পাঠানোর পর শরিফুল ঢাকা গিয়ে স্ত্রীকে বোঝাতে ব্যর্থ হয়। পরে বাড়ি ফিরে সন্তানদের হত্যা করে। এ জন্য আমার ভাই যেমন দায়ী, তার স্ত্রীও দায়ী।'
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন জানান, শুক্রবার রাতে আটক শরিফুলকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন