- সারাদেশ
- দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেকটি ট্রাক ধাক্কা দেওয়ায় এক ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার ভোর রাত সাড়ে ৩টায় উপজেলার গাইবান্ধা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বাশআরা গ্রামের সিরাজ শেখের ছেলে শিলন (৪০) ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাইফুল (২২)। নিহত শিলন ট্রাক চালক ও সাইফুল ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফ্ফর রহমান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, উপজেলার গাইবান্ধা মোড়ে বালুভর্তি একটি ট্রাককে পঞ্চগড় থেকে আসা পাথর বোঝাই করা আরেকটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে পাথর বোঝাই করা ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনা কবলিত ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারকে সংবাদ দেয়া হয়েছে। তার আসলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন