গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২০ জেলার তিন দিনের ইজতেমা চলছে। এসব জেলার আলেম-ওলামা ও তিন চিল্লার সাথীরা এসেছেন ইজতেমায়। গত শুক্রবার থেকে গওহরডাঙ্গা মাদ্রাসা প্রাঙ্গণে এ ইজতেমা শুরু হয়েছে। আজ সোমবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা। এতে অন্তত এক লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন।

গওহরডাঙ্গা মাদ্রাসা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের দূরত্ব দুই কিলোমিটার। জাতির পিতার জন্মভূমি, পৈতৃক বাড়ি ও সমাধিসৌধ কমপ্লেক্স দেখতেও ভিড় করছেন মুসল্লিরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সমাধি প্রাঙ্গণে মুসল্লির ঢল নামে। তাঁরা সমাধিসৌধ ঘুরে ঘুরে দেখেছেন। শুক্র ও শনিবারও তাঁদের সমাগম ছিল চোখে পড়ার মতো।

রোববার সরেজমিন দেখা গেছে, ইজতেমায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাধিসৌধে এসেছেন। দলে দলে আরও অনেকে ঢুকছেন। বঙ্গবন্ধুর জন্মভূমি, পৈতৃক বাড়ি ও সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে দেখে ইজতেমা মাঠে ফিরে যাচ্ছেন তাঁরা। অধিকাংশই সমাধিতে প্রথম এসেছেন। তাঁরা বঙ্গবন্ধুর জন্য দোয়া ও মোনাজাত করেন।

ফরিদপুরের সালথা উপজেলার কাগদী মসজিদের ইমাম রফিকুল ইসলাম বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভোলা বাদে ২০ জেলার ওলামায়ে কেরাম, তিন চিল্লার সাথীসহ প্রায় এক লাখ মুসল্লি অংশ নিয়েছেন ইজতেমায়। তিনি ময়দান থেকে একটি দলে বঙ্গবন্ধুর সমাধিতে এসেছেন। আরও অনেক দল এসেছে।
বরিশালের শায়েস্তাবাদ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আমির হোসেন বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিসৌধে দলবল নিয়ে এসেছেন। এটিই তাঁর প্রথম আসা। খুলনার ডুমুরিয়া উপজেলার সজিয়াডা কওমি মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, আগে বঙ্গবন্ধুর সম্পর্কে শুনেছেন। ইজতেমার সুবাদে সমাধিসৌধ ঘুরে দেখলেন। এটি তাঁর কাছে পরম পাওয়া।

বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, বইয়ে বঙ্গবন্ধু সম্পর্কে জেনেছেন। তাঁর বাড়িতে এসে ইতিহাস স্পর্শ করলেন। জেনেছেন নতুন নতুন তথ্য। এ দিনটি তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

মাদারীপুরের শিলারচর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, সমাধিসৌধে এসে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা পেয়েছেন। এ মহান নেতা চিরন্তন প্রেরণার উৎস। ইজতেমায় এসে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে বঙ্গবন্ধুকে কাছ থেকে অনুভব করেছেন তিনি।
বঙ্গবন্ধু সমাধিসৌধের সহকারী কিউরেটর মো. নুরুল ইসলাম বলেন, টুঙ্গিপাড়ায় ২০ জেলার ইজতেমা হওয়ায় ধর্মপ্রাণ মুসল্লিরা বঙ্গবন্ধুর সমাধি পরিদর্শন করছেন।