বরিশাল শিক্ষা বোর্ডে এ বছরের (২০২২) এসএসসি পরীক্ষায় পাসের হার এবং জিপিএ- ৫ দুটিই গত বছরের তুলনায় কমেছে। এ বছর বোর্ডের পাসের হার হচ্ছে ৮৯ দশমিক ৬১ ভাগ। জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৬৮ জন। গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ১৯ এবং জিপিএ- ৫ পেয়েছিল ১০ হাজার ২১৯ জন শিক্ষার্থী।  

সোমবার বেলা দেড়টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি জানান, পাসের হার এবং জিপিএ- ৫ কমলেও তার হার খুবই সামান্য। যা ফলাফলের ওপর বড় ধরনের কোন প্রভাব ফেলবে না।

বরিশাল বোর্ডে এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৯৪ হাজার ৮৭১ জন। তার মধ্যে পাস করেছে ৮৫ হাজার ১৪ জন। ছেলে পরীক্ষার্থী ছিল ৪৫ হাজার ৯৭১ এবং মেয়ে পরীক্ষার্থী ছিল ৪৮ হাজার ৯০০ জন। ছেলেদের মধ্যে পাস করেছে ৪০ হাজার ৪৩৫ জন এবং মেয়ে পরীক্ষার্থী পাস করেছে ৪৪ হাজার ৫৭৯ জন।

বিভাগ ভিত্তিক পাসের হচ্ছে- বিজ্ঞান বিভাগে ৯৬ দশমিক ৬৭, মানবিক বিভাগে ৮৫ দশমিক ৩৭ এবং ব্যবসা বানিজ্য শাখায় ৯৪ দশমিক ৪০। মোট পাসের হারে মেয়েরা এগিয়ে আছে। মেয়েদের পাসের হার ৯১ দশমিক ১৬ এবং ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৯৬। জিপিএ- ৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা প্রায় দ্বিগুণ এগিয়ে। মেয়েরা ৬ হাজার ১৮৭ জন এবং ছেলেরা ৩ হাজার ৮৮১ জন জিপিএ- ৫ পেয়েছেন।