- সারাদেশ
- রাজশাহীতে সমাবেশের নামে বিএনপির উশৃঙ্খলতা বরদাশত করা হবে না: লিটন
রাজশাহীতে সমাবেশের নামে বিএনপির উশৃঙ্খলতা বরদাশত করা হবে না: লিটন

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ফাইল ছবি
আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে সমাবেশের নামে বিএনপি কোনো রকম উশৃঙ্খলতা করলে তা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাজপাড়ায় আজ সোমবার বিকেলে ‘বিএনপির দেশবিরোধী তৎপরতা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমাদের বক্তব্য পরিষ্কার, কোনো রকমের উশৃঙ্খলতা বরদাশত করব না। বিএনপির উশৃঙ্খলতা প্রতিরোধে নেতাকর্মীদের প্রস্তুত রেখেছি, আরও রাখব।’
নগরীর সিঅ্যান্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে লক্ষ্মীপুর মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে প্রতিবাদ সমাবেশ হয়।
রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবুর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু।
মন্তব্য করুন