- সারাদেশ
- ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে স্ত্রী রিনা বেগমকে হত্যার দায়ে স্বামী হাসান মাতুব্বরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত হাসান আদালতে উপস্থিত ছিলেন।
এজাহার সূত্রে জানা গেছে, সালথার রামকান্তপুর গ্রামের হাসান মাতুব্বর (৩৪) ২০১২ সালে কুমারপট্টি গ্রামের মো. শাহাজাহান শেখের মেয়ে রিনা বেগমকে (২৬) বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে। বিয়ের পর তারা ঢাকায় চলে যান। এর পর থেকে হাসান পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন।
বিষয়টি রিনা তার পরিবারকে জানান। এর পর তাকে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যান। ছয় মাস পর রিনা কাজের জন্য ফরিদপুর গিয়ে চরকমলাপুর এলাকায় ভাড়া বাড়িতে ওঠেন। তিনি গৃহকর্মীর কাজ করতেন। তার মৃত্যুর দেড় মাস আগে হাসান ফরিদপুরে এসে একসঙ্গে বসবাস শুরু করেন। এর কয়েক দিন পর রিনা ও হাসানের মধ্যে ফের পারিবারিক কলহ দেখা দেয়। এর জেরে ২০২০ সালের ১৩ জানুয়ারি রাতে মারধর ও শ্বাসরোধে হত্যা করেন রিনাকে। পরে তার ভাই মো. ইলিয়াস ফরিদপুর কোতোয়ালি থানায় হাসান মাতুব্বর ও তার ভাই রবিউল মাতুব্বরকে (২২) আসামি করে মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) সানোয়ার হোসেন বলেন, ২০২০ সালের ২৫ নভেম্বর হাসান মাতুব্বরের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক অসীম বিশ্বাস। এতে বাদ দেওয়া হয় রবিউলের নাম। হাসানের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
মন্তব্য করুন