সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

সোমবার কলেজের জিরো পয়েন্ট থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন।

মানববন্ধন চলাকালে কলেজের শিক্ষার্থী সৃষ্টি সাহা বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে কলেজে কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবি করে আসছি। কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। এ ব্যাপারে উদ্যোগ নেওয়া না হলে লাগাতার আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।'

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোলাম কিবরিয়া বলেন, 'কলেজের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা লিখিত আবেদন করেছে। তাদের আবেদন শিক্ষা প্রকৌশল বিভাগে পাঠানো হয়েছে। শিক্ষা প্রকৌশল বিভাগ মন্দির স্থাপনের বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছে। বরাদ্দ পেলেই কেন্দ্রীয় মন্দির স্থাপন করা হবে।'