- সারাদেশ
- নিহত সাংবাদিক শিমুলের ছেলে পেল জিপিএ-৫
নিহত সাংবাদিক শিমুলের ছেলে পেল জিপিএ-৫

আল নোমান নাজ্জাশি সাদিক। ছবি- সংগৃহীত।
সিরাজগঞ্জের শাহজাদপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের ছেলে আল নোমান নাজ্জাশি সাদিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে বগুড়া ফয়জুলতাহ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের সময় ছবি তুলতে গিয়ে তৎকালীন মেয়র হালিমুল হকের শটগানের গুলিতে গুলিবিদ্ধ হন শিমুল। গুরুতর আহত অবস্থায় বগুড়া থেকে ঢাকা নেওয়ার পর ৩ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর পর ছেলে-মেয়েকে নিয়ে বিপাকে পড়েন স্ত্রী নুরুন্নাহার খাতুন। তৎকালীন সমকাল সম্পাদক গোলাম সারোয়ার ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সহযোগিতায় বগুড়া এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে চাকরি পান তিনি। সেই থেকে ছেলে সাদিক ও শিশুকন্যা তামান্নাকে নিয়ে বগুড়া শহরে বসবাস শুরু করেন। ছেলে-মেয়েকে প্রথমে বগুড়া পুলিশ লাইন স্কুলে ভর্তি করেন। পরে ছেলেকে বগুড়া ফয়জুলতাহ উচ্চ বিদ্যালয়ে ভর্তি করেন।
নুরুন্নাহার খাতুন বলেন, শিমুলকে হত্যার পর আসামিদের ভয়ে দিন কাটে। এদিকে, আসামিরা জামিন নিয়ে প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। আমরা সব সময় সংশয়ে থাকি। বিজ্ঞ আদালতসহ সবার কাছে আবেদন, আমার ছেলে-মেয়ে যেন তাদের বাবার হত্যার সঠিক বিচার পায়।
শিমুল হত্যাকাণ্ডের পর নুরুন্নাহার খাতুন সাবেক মেয়র হালিমুল হকসহ ৩৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।
মন্তব্য করুন