রাতে সন্তান প্রসবের পর শারীরিক অবস্থা থিতু না হতেই সকালে চলে যায় পরীক্ষার হলে। পিরোজপুর জেলার নাজিরপুরের সেই প্রসূতি মা হাসিনা আক্তার ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পেয়েছে জিপিএ ৫।

স্থানীয় দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় হাসিনা আক্তার। তার এই ফলাফলে বেশ খুশি পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায় জানান, প্রথম পরীক্ষার আগের রাতে সন্তান প্রসব করে হাসিনা। সকালে শারীরিক অবস্থা নাজুক হওয়ার পরেও পরীক্ষা কেন্দ্রে যায় সে। একে একে প্রতিটি পরীক্ষায় অংশ নেয়। তার এই ফলাফল রীতিমতো বিস্ময়কর। তিনি বলেন, হাসিনা আক্তার বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী ছাত্রী।

হাসিনার মা সাজেদা বেগম জানান, তাঁর মেয়ে হাসিনা পড়ালেখার প্রতি অত্যন্ত আন্তরিক। কোনোভাবেই সে পরীক্ষা বাদ দিতে রাজি ছিল না। তার এই ফলাফলে পরিবারের সবাই খুব আনন্দিত।