কৃষক আব্দুল মতিনের বয়স ৫২ বছর। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার একমাত্র মেয়ে অলিভা আকতার মায়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। জীবনের সায়াহ্নে এসে আব্দুল মতিন পড়াশোনা করার সিদ্ধান্ত নেন। আর সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিতে ৫২ বছরে এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। তাতে মিলেছে সাফল্যও।

সোমবার দুপুরে প্রকাশিত ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলফলে জিপিএ-৪.৬১ পেয়ে উত্তীর্ণ হযেছেন আব্দুল মতিন।

তার এমন সাফল্যে পরিবারের সদস্যসহ এলাকার মানুষ বেজায় খুশি। সবাই বলছেন, ৫২ বছর বয়সে আব্দুল মতিন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এলাকার মুখ উজ্জ্বল করেছেন।

আব্দুল মতিন উপজেলার বারুহাস ইউনিয়নের খরখড়িয়া গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে। তিনি উপজেলার কুসুম্বী নাজাতুল্লাহ-আয়েশা মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন।

কৃষক আব্দুল মতিন জানান, কৃষি কাজের মাধ্যমে তিনি পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করেন। তার গ্রামের বেশিরভাগ মানুষ শিক্ষিত। এজন্য আগামী দিনের কথা ভেবে ৫২ বছর বয়সে পড়াশোনা করার সিদ্ধান্ত নেন তিনি।

তিনি আরও জানান, প্রতিদিন গড়ে দুই থেকে তিন ঘণ্টা বাড়িতে পড়াশোনা করেছেন। আগামী দিনে কলেজে ভর্তি হয়ে পড়াশোনা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।