সাতক্ষীরার কলারোয়ায় শাপলা নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে ঘরে বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী শাহীন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেনজির হেলালের ভাষ্য, সানাবাড়িয়া ইউনিয়নের বড়ালী মাঠপাড়া গ্রামের এই দম্পতি রাতে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শাপলার মরদেহ উদ্ধার করা হয়। তাঁর শরীরে কিছু দাগ থাকায় স্বামী শাহীনকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে।

শাপলার এক বোনের মেয়ে বলেন, কয়েক দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছিল। ঘটনার সঠিক তদন্ত হলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, মৃত্যুর রহস্য জানতে কাজ করছে পুলিশের একটি দল। এ ছাড়া মরদেহের ভিসেরা রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।