- সারাদেশ
- আইএমএফের ঋণ ফুটো কলসিতে পানি ঢালার মতো হতে পারে: সুজন সম্পাদক
আইএমএফের ঋণ ফুটো কলসিতে পানি ঢালার মতো হতে পারে: সুজন সম্পাদক

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের চলমান অর্থনৈতিক সংকট সমাধানে কিছু কার্যকর রাজনৈতিক সংস্কার প্রয়োজন। রাষ্ট্রপরিচালনায় দুর্নীতি ও স্বার্থের ঊর্দ্ধে ওঠে রাজনীতিকদের সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে দেশে অর্থনৈতিক সংকট থেকেই যাবে।
সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর ধোপাদিঘীরপারের একটি অভিজাত হোটেলে নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।সুজন সম্পাদক আরও বলেন, আইএমএফের ঋণ ফুটো কলসিতে পানি ঢালার মতো হতে পারে। কারণ আর্থিক খাতে লুটপাট হচ্ছে প্রতিনিয়ত। তবে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজন আইনি সংস্কার।
সিলেট জেলা সুজন সভাপতি ফারুক মাহমুদের সভাপতিত্বে সংলাপে বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ, ডা. শামীমুর রশীদ, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম, শিরিন আখতার, বেলার সমন্বয়ক শাহ শাহেদা প্রমুখ।
মন্তব্য করুন