সিলেট নগরীর জিন্দাবাজারের হক সুপার মার্কেটে চুরির স্বর্ণালংকার উদ্ধারে পুলিশের অভিযানের সময় গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে সংবাদ সংগ্রহের সময় স্বর্ণ ব্যবসায়ীরা তাঁদের বাধা দেওয়ার পাশাপাশি ক্যামেরা ভাঙচুর ও মোবাইল ছিনিয়ে নেন।

এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা তাৎক্ষণিক মার্কেটের সামনে অবস্থান করে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর পুলিশের হস্তক্ষেপে সাংবাদিকরা স্থান ত্যাগ করেন। পরে সন্ধ্যায় বিষয়টি মীমাংসায় সিলেট চেম্বার হলে বৈঠক হয়। জেলার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মইন উদ্দিন মঞ্জু জানান, উভয় পক্ষকে নিয়ে চেম্বার নেতারা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

এর আগে শনিবার লালদিঘীর পাড় এলাকার সাংবাদিক আশরাফুল কবিরের বাসা থেকে কয়েক ভরি স্বর্ণালংকার চুরি হয়। একই এলাকার একাধিক বাসায় আগেও চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে নিয়ে হক সুপার মার্কেটে স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চালায় পুলিশ।

পুলিশ মার্কেটের ভেনাস জুয়েলার্সে তল্লাশি শুরু করলে সাংবাদিকরা ভিডিও ধারণ করেন। এ সময় তাঁদের ওপর হামলা করেন ব্যবসায়ীরা। তাঁরা এনটিভির ক্যামেরা ভাঙচুর করেন। একজনের মোবাইল ফোনও ছিনিয়ে নেন।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, পুলিশ স্বর্ণ উদ্ধারে গেলে ব্যবসায়ীরা সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করেন। পুলিশ চোরাই স্বর্ণ কেনার একটি রশিদ ওই জুয়েলার্স থেকে উদ্ধার করেছে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।