এসএসসি পরীক্ষায় একসঙ্গে জিপিএ-৫ পেয়ে নজির গড়েছেন বাবা-ছেলে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দুই নম্বর গৌরীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই বাবার নাম মো. এখলাস উদ্দিন নয়ন (৪৫)। তিনি ওই ওয়ার্ডের সাবেক সদস্য। জিপিএ-৫ পাওয়া তার ছোট ছেলের নাম মোহম্মদ রায়হান (১৬)। 

আজ সোমবার প্রকাশিত ফলাফলে তারা উভয়েই জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, এখলাস উদ্দিন কেন্দুয়া উপজেলার মগরাই আদর্শ কারিগরি ইন্সটিটিউট থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। ছেলে রায়হান গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয়। এখলাস উদ্দিনের বড় মেয়ে আঁখি আক্তার ইতোমধ্যে বিএ পাস করেছেন। 

এখলাস উদ্দিন সমকালকে বলেন, বয়স হয়ে যাওয়ায় লেখাপড়া করার ইচ্ছা ছিল না। কিন্তু স্ত্রী শ্যামলা বেগমের অনুপ্রেরণায় পরীক্ষা দেই। 

তিনি বলেন, পরীক্ষা দেওয়ার সময় কিছুটা লজ্জা লাগলেও ফলাফল পেয়ে এখন ভালো লাগছে। নিয়ত করেছি ছেলের সঙ্গে আমিও কলেজে ভর্তি হব।    

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। অদম্য এই বাবাকে দেখে সাধারণ মানুষ লেখাপড়া আরও অনুপ্রাণিত হবে।