দশমিনা উপজেলার ১ নম্বর রনগোপালদী ইউনিয়নে নৌকার মনোনয়ন পরিবর্তনের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ সোমবার সন্ধ্যা ৭টায় রনগোপালদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর উপজেলার রনগোপালদী ইউনিয়নে তৃণমূল সম্মেলন শেষে ৬ জন নৌকার মনোনয়ন প্রত্যাশীর নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠায় পটুয়াখালী জেলা আওয়ামীলীগ। ওই ছয়জনের মধ্যে বর্তমান চেয়ারম্যান এটিএম আসাদুল হক নাসির সিকদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজীজের নাম যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিল। 

গতকাল রোববার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজীজকে নৌকা প্রতীক দেওয়া হয়। বর্তমান চেয়ারম্যান এটিএম আসাদুল হক নাসির সিকদারের কর্মী-সমর্থকেরা এর বিরোধিতা করে মনোনয়ন বাতিলের দাবি জানান। আজ সোমবার সন্ধ্যায় রনগোপালদী ইউনিয়নের কালারানী বাজার, আউলিয়াপুর বাজার, চরঘূর্ণি বাজারসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালানি তারা বিক্ষোভ মিছিল ও সভা করে। 

নৌকার প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ। ছবি- সমকাল। 

কালারানী বাজারে সভায় বক্তব্য রাখেন দশমিনা উপজেলা তাঁতি লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সেকান্দার হাওলাদার, সদস্য আ. রব গাজী, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন গাজী, সাধারণ সম্পাদক আলী আহম্মদ মৃধা প্রমুখ। 

বক্তারা বলেন, নৌকার মনোনয়ন পাওয়া আব্দুল আজীজের ছেলে মো. এনায়েত হোসেন ঢাকা মহানগর উত্তরের উত্তরা পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন এবং সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। তিনি সরকার উৎখাতের ষড়যন্ত্র চালাচ্ছেন এবং তার পরিবারের অধিকাংশ সদস্য বিএনপি-জামায়াত ঘরানার রাজনীতিতে জড়িত। অবিলম্বে তার মনোনয়ন বাতিল করা না হলে কঠোর থেকে কঠোর আন্দোলন করা হবে। তারা আসাদুল হক নাসির সিকদারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। 

নৌকার মনোনয়ন পাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজীজ বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারাই আমার বিরুদ্ধে এসব করছে।