- সারাদেশ
- ডুলহাজারা সাফারি পার্কে 'সৈকত বাহাদুরের' মৃত্যু
ডুলহাজারা সাফারি পার্কে 'সৈকত বাহাদুরের' মৃত্যু

ডুলহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে সৈকত বাহাদুর নামের ৩২ বছরের একটি হাতি মারা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।
তিনি বলেন, সোমবার বিকেল ৪ টার দিকে খাবার খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে হাতিটি মাটিতে লুটিয়ে পড়ে। পরে খবর পেয়ে পার্কের ভেটেরিনারী সার্জেন্ট ডাঃ জুলকরনাইন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করে হাতিটি মারা গেছে।
জানা গেছে, এ বিষয়ে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। পরে চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সমরঞ্জন বড়ুয়ার নেতৃত্বে ময়নাতদন্ত করে হাতিটি মাটি চাপা দেওয়া হয়।
হাতির মৃত্যুর কারণ জানতে চাইলে ডাঃ সমরঞ্জন বড়ুয়া সমকালকে জানান, হাতিটি হার্ট এ্যাটাক করে মারা গেছে। ফুসফুসে সামান্য রক্তক্ষরণের আলামতও পাওয়া গেছে।
মন্তব্য করুন