নাটোরের বাগাতিপাড়ায় একসঙ্গে এসএসসি পাশ করে এলাকায় সাড়া ফেলেছেন বাবা-ছেলে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে বাবা ইমামুল ইসলাম পেয়েছেন জিপিএ ৪.৭৯ এবং তার ছেলে আবু রায়হান জিপিএ ৪.৮২ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

জানা গেছে, ইমামুল ও তার ছেলে রায়হান কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে পরীক্ষায় অংশ নেয়।

ইমামুল ইসলাম বলেন, সংসারের অভাব-অনটনের কারণে অষ্টম শ্রেণি পাসের পর আর স্কুলে যাওয়া হয়নি। জীবিকার তাগিদে ঢাকায় গিয়ে গার্মেন্টসে শ্রমিকের কাজ নেই। ২০১৬ সালে সেই কাজ ছেড়ে বাড়ি ফিরে আসি এবং মুদি দোকান দিয়ে ব্যবসা শুরু করি। পরে লোকলজ্জায় আর পড়াশোনা করা হয়ে ওঠেনি।

তিনি জানান, পারিবারিক সিদ্ধান্তে ২০২০ সালে ছেলের সঙ্গে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভোকেশনাল শাখার নবম শ্রেণিতে ভর্তি হন তিনি।

ইমামুল বলেন, পাস করে খুব ভালো লাগছে। ভবিষ্যতে আরও লেখাপড়া করতে চাই।

ছেলে আবু রায়হান বলেন, বাবার সঙ্গে পরীক্ষা দিয়ে পাস করায় আমি ভীষণ খুশি হয়েছি। একসঙ্গে লেখাপড়া চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।

বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. সামসুন্নাহার বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে বাবা-ছেলে একসঙ্গে পরীক্ষা দিয়ে পাস করেছে। তাদের সাফল্যে আমরা খুবই আনন্দিত।