জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছে দিনাজপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি। দিনাজপুর জেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মঙ্গলবার শ্রদ্ধাঞ্জলি  নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত কমিটি সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও সাধারণ সম্পাদক মিতা আলতাফুজ্জামান। পরে জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।  

দিনাজপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার ও সাধারণ সম্পাদক মিতা আলতাফুজ্জামান

এ সময় সেখানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি সহসভাপতি আজিজুল ইমাম চৌধুরী ও অ্যাডভোকেট তহিদুর রহমান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ইয়াজদান মার্শাল ও ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল। 

এর আগে সোমবার ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে অনুষ্ঠিত দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১০ বছর পর অনুষ্ঠিত এ কাউন্সিলে নতুন কমিটি গঠন হয়।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন ও শাজাহান খান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, সদস্য ও সাবেক এমপি সফুরা বেগম রুমি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রমুখ। 

 দিনাজপুরে সর্বশেষ ২০১২ সালের ২৩ ডিসেম্বর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।