- সারাদেশ
- জাতির পিতার প্রতি দিনাজপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা
জাতির পিতার প্রতি দিনাজপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

জাতির পিতার ম্যুরালে দিনাজপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছে দিনাজপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি। দিনাজপুর জেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মঙ্গলবার শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত কমিটি সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও সাধারণ সম্পাদক মিতা আলতাফুজ্জামান। পরে জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
দিনাজপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার ও সাধারণ সম্পাদক মিতা আলতাফুজ্জামান
এ সময় সেখানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি সহসভাপতি আজিজুল ইমাম চৌধুরী ও অ্যাডভোকেট তহিদুর রহমান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ইয়াজদান মার্শাল ও ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।
এর আগে সোমবার ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে অনুষ্ঠিত দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১০ বছর পর অনুষ্ঠিত এ কাউন্সিলে নতুন কমিটি গঠন হয়।
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন ও শাজাহান খান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, সদস্য ও সাবেক এমপি সফুরা বেগম রুমি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রমুখ।
দিনাজপুরে সর্বশেষ ২০১২ সালের ২৩ ডিসেম্বর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।
মন্তব্য করুন