- সারাদেশ
- সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১৭০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার রাত একটার দিকে রায়গঞ্জ থানায় মামলা করেন পৌর আওয়ামীলীগের সদস্য জুয়েল হোসেন।
মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আইনুল হকসহ ২০, অজ্ঞাত ১৫০ জনসহ ১৭৯ জনকে আসামি করা হয়েছে।
রায়গঞ্জের ওসি আফিস মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম মামলার বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা আওয়ামীলীগ অফিসে হামলার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরিত একটির আলামতসহ চারটি অবিস্ফোরিত ককটেল ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।
এদিকে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাদি আলমাজি জিন্নাহ বিএনপির দোষীদের
দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম বলেন, ‘রায়গঞ্জ বিএনপির নেতাকর্মীর নামে মিথ্যা ঘটনা সাজিয়ে পরিকল্পিত নির্যাতনের কৌশল হিসেবে মামলা করে আওয়ামীলীগ'।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান,আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহীতে গণ-সমাবেশ রয়েছে। সেটা ঠেকাতে জেলা সদর,
কামারখন্দ, শাহজাদপুর, রায়গঞ্জ, সলঙ্গা ও কাজিপুরে আওয়ামীলীগের ছয়টি মিথ্যে মামলায় জ্ঞাত ১১৩ ও অজ্ঞাত ৯৭০ জনসহ বিএনপির এক হাজার ৮৩ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তারপরেও তারা সমাবেশ ঠেকাতে পারবে না।
জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট কে.এম.হোসেন আলী বলেন, গণ-সমবেশের আগেই নৈরাজ্য শুরু করছে বিএনপি।
পুলিশ সুপার আরিফুল ইসলাম মন্ডল বলেন, 'দু’জন এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন। বাকীদেরও খুঁজছে পুলিশ'।
মন্তব্য করুন