- সারাদেশ
- সন্তান কোলে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সেই যমজ দুই বোন উত্তীর্ণ
সন্তান কোলে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সেই যমজ দুই বোন উত্তীর্ণ

বগুড়া : সন্তান কোলে পরীক্ষাকেন্দ্রে যমজ দুই বোন ফাইল ছবি
বগুড়ায় দুই শিশু সন্তানকে কোলে নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া সেই যমজ দুইবোন উত্তীর্ণ হয়েছে। এই যমজ বোনরা হলেন-উম্মে কুলসুম ও ফাতেমা বেগম। তাদের মধ্যে উম্মে কুলসুম পেয়েছে জিপিএ ২ পয়েন্ট ৭৮ এবং ফাতেমা পেয়েছে জিপিএ ৩ পয়েন্ট ৬। তারা জেলার সারিয়াকান্দি উপজেলার বড়ইগ্রাম বিমানবন্ধর পাড়ার রঞ্জু মিয়ার মেয়ে।
এর আগে সন্তান কোলে নিয়ে দুই বোনের একই কেন্দ্র পরীক্ষা দিতে আসায় বিষযটি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই দুই বোন সারিয়াকান্দির নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তারা সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয়।
জানা যায়,ওই দুই যমজ বোনের বাবা রঞ্জু মিয়া ইজিবাইক চালিয়ে সংসার চালান। করোনাকালে প্রচণ্ড অভাব দেখা দেয় সংসারে। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানও ছুটি ছিল। ওই সময় ২০২১ সালের মার্চ মাসে দুই মেয়ে উম্মে কুলসুম ও ফাতেমা বেগমের একই দিনে বিয়ের আয়োজন করেন। এর মধ্যে উম্মে কুলসুমকে সারিয়াকান্দি উপজেলার তিতপরল গ্রামে ও ফাতেমাকে গাবতলী উপজেলার দাড়াঁইল গ্রামে বিয়ে দেন। তবে বিয়ের পরও দুই বোন লেখাপাড়া চালিয়ে যেতে থাকেন। দুবোনই একই বিদ্যালয় থেকে এসএসসির ফরম পূরণ করেন। দুই বোনের মধ্যে উম্মে কুলসুম ফরম পূরনের তিন মাস আগে একটি কন্যা সন্তানের জন্ম দেন। এর ১০ দিন পরেই ফাতেমা বেগমের কোল জুড়ে আসে মেয়ে সন্তান। তারা দুজনেই সন্তানদেরকে সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে কেন্দ্রে যান। পরীক্ষা চলাকালে সন্তানদেরকে নানী মরিয়ম বেগমের কাছে পরীক্ষা কেন্দ্রের বাইরে রেখে যেতেন। পরীক্ষা হল থেকে বের হয়েই আবার সন্তানদের কোলে নিয়ে বাড়ি ফিরতেন।
উম্মে কুলসুম বলেন,বিয়ের পর লেখাপাড়ায় স্বামী সহয়তা করে যাচ্ছে বলে এসএসসি পরীক্ষা দেয়া সম্ভব হয়েছে। ছোট বোন ফাতেমাও একই কথা বলেন। পাস করায় তারা যেমন খুশি তেমনি আনন্দিত স্বামী ও পরিবারের লোকেরাও। এখান তারা কলেজে এইচএসসিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম বলেন,ওই দুই বোন স্কুলের নিয়মিত ছাত্রী,কিন্তু করোনাকালে বিয়ে হয়েছে সেটা আমার জানা ছিলনা। তবে দুজনেই পরীক্ষায় অংশ নিয়েছে এবং পাস করেছে।
মন্তব্য করুন