ভোলার চরফ্যাসনে চরের জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ঘরে ঢুকে বকুল বেগম (৩২) নামের  গৃহবধুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তরা গৃহবধূর সাথে ঘুমিয়ে থাকা তার বড় বোন মুকুল বেগমকে এলোপাতারি কুপিয়ে জখম করে।

মঙ্গলবার রাতে দুলারহাট থানার বিচ্ছিন্ন ইউনিয়ন মুজিব নগর সিকদারের চর নয় নম্বর ওয়ার্ডে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিহতের পরিবার সুত্রে জানা গেছে।

নিহত বকুল বেগম ওই গ্রামের আলম বাচ্চু মেলকারের স্ত্রী।

গৃহবধুর স্বামী আলম বাচ্চু মেলকার অভিযোগ করেন, তার সঙ্গে প্রতিপক্ষ আসলাম,সোহল, মিঠু ও জুয়েলদের ওই চরের জমি নিয়ে বিরোধ চলমান আছে। এ নিয়ে দীর্ঘদিন মামলা মোকদ্দমাও চলছে।  প্রতিপক্ষরা জমি ছেড়ে দেয়ার জন্য তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি ধামকি দিয়ে আসছিলেন। ঘটনার রাতে তিনি চর থেকে এসে ভোলায় জজ আদালতে মামলার হাজিরা দেয়ার জন্য চরফ্যাসনে আত্মীয়ের বাড়িতে ছিলেন। গভীর রাতে প্রতিপক্ষরা তার বসত  ঘরে ঢুকে তার ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। হত্যাকারীদের শব্দ পেয়ে তার স্ত্রীর বড় বোন মুকুল বেগম ঘুম থেকে উঠে বোনকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও এলোপাতারি কুপিয়ে হত্যার চেষ্টা চালান হামলাকারীরা । মুকুল বেগমের মৃত্যু হয়েছে এমন ভেবে হত্যাকারীরা তাকে ফেলে রেখে চলে যায়। পরে গুরুতর আহত মুকুল বেগম ঘর থেকে বেড়িয়ে ডাকচিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসেন। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করেন।

ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।

দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছেন।এখন থানায় কোন অভিযোগ হয়নি। তদন্ত চলছে ।ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।