- সারাদেশ
- রিসোর্টে যুবক হত্যায় দুই বন্ধুর আমৃত্যু কারাদণ্ড
রিসোর্টে যুবক হত্যায় দুই বন্ধুর আমৃত্যু কারাদণ্ড

ফাইল ছবি
কক্সবাজার শহরের একটি রিসোর্টে আবদুল মালেক (২৪) হত্যা মামলায় তাঁর দুই বন্ধুকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
দণ্ড পাওয়া আসামিরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের আবদুস সালামের ছেলে পারভেজ হোসেন প্রকাশ বাবু ও একই উপজেলার বাবদি ইউনিয়নের আবদুর রবের ছেলে মো. মোতালেব। আসামিদের উপস্থিতিতে রায়ে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফরিদুল আলম জানান, গত বছরের শুরুর দিকে কারাগারে কক্সবাজার শহরের বাদশা ঘোনা এলাকার জাকের হোসেনের ছেলে আব্দুল মালেকের সঙ্গে বাবু ও মোতালেবের বন্ধুত্ব হয়। এরপর তাঁরা জামিনে মুক্তি পান। ওই বছরের ১৫ মার্চ রাতে কক্সবাজার শহরের কলাতলীর সুইট হোম রিসোর্টে আবদুল মালেককে হত্যা করে পালিয়ে যায় আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই আবদুল খালেক বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করেন।
রায়ে আদালত বলেছেন, ইয়াবা ব্যবসার লেনদেন নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে, যা জবানবন্দিতে আসামিরাও স্বীকার করেছেন।
মন্তব্য করুন