- সারাদেশ
- জাহাজগুলোতে উন্নত মিসাইল সংযোজনের পরিকল্পনা রয়েছে: নৌবাহিনীপ্রধান
জাহাজগুলোতে উন্নত মিসাইল সংযোজনের পরিকল্পনা রয়েছে: নৌবাহিনীপ্রধান

খুলনায় নৌবাহিনীর তিতুমীর প্যারেড গ্রাউন্ডে বক্তব্য দিচ্ছেন নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। ছবি-সমকাল
নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল বলেছেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ও পৃষ্ঠপোষকতায় এরই মধ্যে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক যুগোপযোগী বাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং নৌবহরে বিদ্যমান জাহাজগুলো আধুনিকায়নের জন্য আরও উন্নতমানের মিসাইল, গান এবং প্রযুক্তিসম্পন্ন অস্ত্র সংযোজনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য এ বছর দুটি ইউটিলিটি হেলিকপ্টার, তিনটি বৃহদাকারের ল্যাল্ডিং ক্রাফট ট্যাঙ্ক (এলসিটি) কেনাসহ বিভিন্ন কার্যক্রম চলমান।
নৌবাহিনীপ্রধান জানান, নেভাল এভিয়েশনের কার্যক্রম গতিশীল করার জন্য সম্প্রতি দুটি নতুন মেরিটাইম প্যাট্রল এয়ার ক্রাফট সংযোজন করা হয়েছে। দেশীয় শিপইয়ার্ডে জাহাজ নির্মাণের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় খুলনা শিপইয়ার্ডে ৫টি প্যাট্রল ক্রাফট নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। এগুলো শিগগিরই নৌবহরে যুক্ত হবে বলে আশা করা যায়।
কুচকাওয়াজ অনুষ্ঠানে সহকারী নৌপ্রধান (পার্সোনেল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, নাবিকসহ নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন