সেবার মান বাড়াতে যাত্রীদেরও সহযোগিতা চেয়েছে রেলওয়ে। বুধবার চট্টগ্রাম স্টেশনের ভিআইপি কক্ষে রেল 'সেবার মানোন্নয়নে করণীয় ও সেবা প্রদানে প্রতিশ্রুতি বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ' বিষয়ক অংশীজন সভায় এ সহযোগিতা চান সংশ্লিষ্ট কর্মকর্তারা। রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক বিভাগ সভাটি আয়োজন করে।

সরকারি এই পরিবহন সংস্থার সেবার মান উন্নত হচ্ছে জানিয়ে সভায় পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল হাসান বলেন, রেলে আমূল পরিবর্তন হচ্ছে। একের পর এক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন হচ্ছে। যাত্রী বাড়ার পাশাপাশি যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিতেও কাজ চলছে। তবে আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। বিশেষ করে আমাদের আচার-আচরণের দিক থেকে পরিবর্তন হতে হবে।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান, অতিরিক্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জোবায়দা আক্তার, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মেহেদী হাসান, শাহাদাত হোসেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী, স্টেশন মাস্টার জাফর আলম প্রমুখ।

বিষয় : রেলের সেবার মান চট্টগ্রাম স্টেশন অংশীজন সভা

মন্তব্য করুন