- সারাদেশ
- এসএম সুলতানের পালিত কন্যা নিহার বালা মারা গেছেন
এসএম সুলতানের পালিত কন্যা নিহার বালা মারা গেছেন

চিত্রশিল্পী এসএম সুলতানের পালিত কন্যা নিহার বালা সাহা। ছবি-সংগৃহীত
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের পালিত কন্যা নিহার বালা সাহা আর নেই। বুধবার নড়াইল সদর হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
এসএম সুলতান শহরের কুরিগ্রামে জরাজীর্ণ একটি দ্বিতল বাড়িতে (বর্তমানে শিশুস্বর্গ ভবন) থাকতেন। দুই কন্যাকে নিয়ে নিহার বালা ও স্বামী হরিপদ সাহা ছিলেন তাঁর প্রতিবেশী। হরিপদ ছিলেন শিল্পীর অনুরাগী। সেই সুবাদে নিহার শিল্পীকে 'কাকু' বলে ডাকতেন। শিল্পীও তাঁকে মেয়ের মতো স্নেহ করতেন। ১৯৭৫ সালের দিকে স্বামীর আকস্মিক মৃত্যু হলে আর্থিক সংকটে পড়েন নিহার। এ সময় শিল্পী সুলতানও অসুস্থ হয়ে পড়েন। নিহার বালা তাঁর দেখভালে এগিয়ে আসেন। তখন থেকে নিহার ছোট ভাই দুলাল সাহা, দুই কন্যা বাসনা ও পদ্মকে নিয়ে শিল্পীর বাড়িতে থাকতে শুরু করেন।
মৃত্যুর আগ পর্যন্ত নিহার বালা সুলতান কমপ্লেপের পাশে সরকারের দেওয়া টিনশেড ঘরে আত্মীয়স্বজন নিয়ে বাস করছিলেন।
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তাঁর মৃত্যু হয়।
মন্তব্য করুন