সিরাজগঞ্জ জেলা পরিষদ কর্মচারী সুরুজিত মজুমদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে জেলা শহরের পৌরসভা রোডের ডাকবাংলো থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্ত শেষে তাঁর লাশ সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ বিষয়ে ইউডি মামলা হয়েছে।

সুরুজিত পাবনা বিজ্ঞান কলেজ রোড এলাকার সুধীর চন্দ্র মজুমদারের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদের ডাকবাংলোর একটি কক্ষে একা বসবাস করতেন। তাঁর মূল পদ অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর হলেও ভারপ্রাপ্ত হিসাবরক্ষকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি ওই পদে অন্য একজন আসায় তিনি নিজ পদে ফিরে যান।

সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস জানান, উদ্ধার ঝুলন্ত মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।