সরকার আগুন সন্ত্রাসের কথা বলে নতুন করে ফাঁদ পাতছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারের ওই ফাঁদে পা দেবেনা বিএনপি। সারাদেশে বিএনপি নেতাকর্মীদের নামে অসংখ্য গায়েবি মামলা করছে। হয়রানি করতেই এসব মিথ্যা মামলা করা হচ্ছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

বুধবার বিকেলে সিলেট নগরীর রেজিস্টারি মাঠে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী হামলা, মামলা, গ্রেপ্তার ও গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকির সভাপতিত্বে ও সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগরের সাবেক সভাপতি নাসিম হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর প্রমুখ।