- সারাদেশ
- পরিবহন ধর্মঘট থাকায় রাতেই মাঠে চলে এসেছেন বিএনপি নেতারা
পরিবহন ধর্মঘট থাকায় রাতেই মাঠে চলে এসেছেন বিএনপি নেতারা

বিভিন্ন জেলা থেকে রাজশাহীতে আসা বিএনপির নেতাকর্মীরা। ছবি-সমকাল
রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শনিবার, তবে আগামীকাল বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হচ্ছে পরিবহন ধর্মঘট। তাই বিভিন্ন জেলার নেতাকর্মীরা বুধবার রাতেই চলে এসেছেন রাজশাহীতে।
এর আগে বুধবার দুপুরে ৮ শর্তে আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।
বুধবার রাত ৯টার দিকে মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায় পাবনা, জয়পুরহাটসহ বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা বিএনপির সমাবেশের পক্ষে স্লোগান দিচ্ছেন।
এ সময় জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বলেন, পরিবহন ধর্মঘট থাকায় রাতেই চলে এসেছি। তবে রাস্তায় বিভিন্ন এলাকায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের গাড়ি আটকে দিচ্ছে। আসতে দেওয়া হচ্ছে না।
নওগাঁর মহাদেবপুর থানা বিএনপির সভাপতি রবিউল ইসলাম বলেন, কাল সকাল থেকে পরিবহন ধর্মঘট। তাই বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা আগেই চলে এসেছেন। আমরাও চলে এলাম। তবে রাজশাহীর আবাসিক হোটেলে সিট পাওয়া যাচ্ছে না।
মন্তব্য করুন