- সারাদেশ
- চট্টগ্রামে ১৩ ডিসেম্বর জ্বলবে বিজয় শিখা
চট্টগ্রামে ১৩ ডিসেম্বর জ্বলবে বিজয় শিখা

চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী বিজয় মেলা। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুস। ছবি- সমকাল
চট্টগ্রাম নগরের আউটার স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে 'মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির অহংকার' স্লোগানে মাসব্যাপী বিজয় মেলা। বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর উপলক্ষে মেলার কার্যক্রম বন্ধ থাকবে। ১৩ ডিসেম্বর বিকেল ৩টায় এমএ আজিজ স্টেডিয়ামের গোলচত্বরে বিজয় শিখা জ্বালানো হবে।
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুস।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৮৯ সালের পর ৩৩ বছর ধরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন এই চট্টগ্রাম থেকে হয়ে আসছে। মুক্তিযুদ্ধের চেতনাকে শানিত করার লক্ষ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এবারও মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আউটার স্টেডিয়ামে মৃৎ, হস্ত ও কুটির শিল্প, পাটজাত দ্রব্যসহ পণ্যমেলাসহ এবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা, ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দীন চৌধুরীর স্মরণসভা, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।
এ সময় মুক্তিযুদ্ধের সময় ইলেকট্রিক চেয়ারে পাকিস্তানি সেনাবাহিনীর নির্যাতন ও ১৭ ডিসেম্বর জাতীয় পতাকা উত্তোলনের স্মৃতিবিজড়িত পুরোনো সার্কিট হাউসকে মুক্তিযুদ্ধের জাদুঘরে রূপান্তর এবং বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ করে স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ও বদিউল আলম চৌধুরী, অর্থ সচিব পল্টু লাল সাহা, এসএম মাহবুবুল আলম, সৈয়দ মাহমুদুল হক, নৌ কমান্ডো আবু বকর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সমাজসেবক ফরিদ মাহমুদ, আবদুল হালিম দোভাষ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক প্রমুখ।
মন্তব্য করুন